আজ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে টুইট করে অক্ষয় কুমার তার আগামী ছবি ‘বাচপান পান্ডে’র ফার্স্ট লুক শেয়ার করেন। এই ছবিটি পরিচালনা করবেন ফারহাদ সামজি। এই ছবিটি প্রযোজনা করবেন সাজিদ নাদিয়াদওয়ালা। এই ছবিটি আগামী বছর বড়দিনে মুক্তি পাবে (২৫ শে ডিসেম্বর ২০২০)। এই ছবিটির ফার্স্ট লুকে অক্ষয় কুমারকে অসাধারণ লাগছে। এর পূর্বে অক্ষয় কুমার এই ধরনের চরিত্রে অভিনয় করেননি বলে ফারহাদ জানিয়েছেন। এই ছবিটির ফার্স্ট লুক অবশ্যই দর্শকদের মন কাড়বে এবং দর্শকদের মনে এই ছবিটির জন্য তুমুল উৎসাহ উদ্দীপনা দেখা দেবে। ফজলুক সত্যিই প্রশংসার যোগ্য।
Subscribe
Login
0 Comments