অথর্ব এবং অনুপমা পরমেশ্বরম একটি রোমান্টিক ড্রামা তে অভিনয় করতে চলেছেন। এই ছবিটিতে অথর্ব একজন পিএইচডি স্কলার এর ভূমিকায় অভিনয় করবেন এবং অনুপম একজন ভারতনাট্যম শিল্পীর ভূমিকায় অভিনয় করবেন। এই ছবিটি তেলেগু হিট ছবি ‘নিন্নু করি’র রিমেক। এই ছবিটির শুটিং কুড়ি দিন ধরে চেন্নাই হয়েছে এরপর এই ছবিটির আগাম সেটিং আমেরিকা বা অস্ট্রেলিয়ায় হবে। ছবিটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন কবিলাম বাড়িমুথু।
Subscribe
Login
0 Comments