অভিনেতা রাহুল বোস সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করেন যেখানে তিনি জে ডাব্লু ম্যারিয়ট চন্ডিগড় হোটেলের কথা উল্লেখ করে বলেন ওই হোটেলে তিনি দুটি কলার অর্ডার এবং সেই করার জন্য তাকে ৪৪২ টাকা দিতে হয়েছে। তিনি বলেছেন এই কলা সত্যিই তার জন্য একটু কিঞ্চিৎ চাপের হয়ে গেছে। সমস্ত ঘটনাটা দেখে সোশল ইন্ডিয়া সাড়া পড়ে যায় এবং প্রত্যেকেই হতবাক হয়ে যায়। এরপর চণ্ডীগড়ের আবগারি এবং শুল্ক দফতর ব্যাপারটি তদন্ত করেন এবং এই হোটেলটিকে অহেতুক অমূলক বিল নেওয়ার জন্য ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এই ঘটনাটির পর যখন এই হোটেল মিডিয়ার ও সাধারণ মানুষের রোষের মুখে পড়ে এরপর এর দেখাদেখি তাজ বেঙ্গল হোটেল তাদের অতিথিদের জন্য মরসুমি ফল ফ্রীতে দেওয়া হবে বলে ঘোষণা করা হয়।
Subscribe
Login
0 Comments