আমেরিকান গায়িকা-অভিনেত্রী ক্রিস্টিনা মিলিয়ন ফের একবার মা হতে চলেছেন। তার এবং তার বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড ম্যাট পোকোড়ার সন্তান এটি। এই ৩৭ বছর বয়সী অভিনেত্রী এর পূর্বে প্রযোজক-র্যাপার দ্য ড্রিমকে বিয়ে করেন তাদের একটি সন্তান রয়েছে যার নাম ভায়োলেট ম্যাসিডন, বয়স ৯ বছর। কিন্তু ডে ড্রিমের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। ২০১৭ সাল থেকে ক্রিস্টিনা ম্যাট পোকোড়াকে ডেট করছেন। তারা দুজনেই এই সম্পর্কে যথেষ্ট খুশি রয়েছেন। তাদের এই সন্তান তাদের জীবনকে আরো খুশিতে ভরিয়ে দেবে।
Subscribe
Login
0 Comments