পরিচালক গোলাম সোহরাব দোদুলের ‘সাপলুডো’ ছবিটিতে অভিনয় করেছেন আরফিন শুভ, বিদ্যা সিনহা মিম। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে তারিক আনম খান, শালহা্ উদ্দীন লাভলু, শতাব্দী ওদুদ, রুনা খান, শাহেদ আলী, জাহিদ হাসান, শিল্পী অপু সরকার, সুষমা সরকার, মারজুক রাসেল অভিনয় করেন। ছবিটির প্রযোজনা করেছেন সৈয়দ আশিক রহমান। এই ছবিটি মূলত একটি থ্রিলার সাসপেন্স। বাংলাদেশের দর্শকদের মন আরিফিন শুভ এবং বিদ্যা সিনহা মিম অবশ্যই এই ছবিটির মাধ্যমে জয় করবেন। এই ছবিটিতে আরফিন শুভ কে বেশ কয়েকটি অ্যাকশন স্টান্ট করতে দেখা গেছে এবং তাকে অ্যাকশন দৃশ্যে বেশ স্বচ্ছন্দ মনে হয়েছে। ছবিটি বাংলাদেশে কবে মুক্তি পাবে তা এখনো ঘোষণা করা হয়নি কিন্তু এই ছবিটি ভারতে দেখানো হবে কিনা সে ব্যাপারে কোনো খবর এখনও নেই।
Subscribe
Login
0 Comments