‘আর্থার দ্য কিং’ ছবিতে অভিনয় করবেন মার্ক ওয়ালবার্গ। এই ছবিটি মাইকেল লিন্দনর্দের২০১৭ সালে লেখা বই ‘আর্থার : ডগ হু ক্রস দ্য জঙ্গল টু ফাইন্ড দ্য হোম’ থেকে নেওয়া হয়েছে। এই ছবিটির চিত্রনাট্য লিখেছেন মাইকেল ব্রান্ট্। এই ছবিটিতে ওয়ালবার্গ লিন্দনর্ডের চরিত্রে অভিনয় করবেন। সুইডিশ অ্যাডভেঞ্চার রেফারির ভূমিকায় সে তার সঙ্গীর সঙ্গে নিয়ে রেস করছিলেন ঠিক এমন সময় একটি আহত কুকুর কে তারা দেখতে পায় এবং সেই গুরুত্বপূর্ণ সময় তারা সে কুকুরটাকে নিয়ে ইকুয়েডর পর্যন্ত যায়।
Subscribe
Login
0 Comments