সুপারস্টার সালমান খান ও আলিয়া ভট্ট অভিনীত এবং পরিচালক সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘ইনশাল্লাহ’ ছবিটির শুটিং আগস্ট মাসের শেষ থেকে শুরু হওয়ার কথা আছে। এই ছবিটিতে সঞ্জয় লীলা বানসালি এবং সালমান খান প্রায় কুড়ি বছর পর একসাথে কাজ করবেন। সালমান এবং সঞ্জয় শেষ ‘হাম দিল দে চুকে সনম’ ছবিটিতে কাজ করেছিলেন এরপর ‘সাওয়ারিয়া’ ছবিতে সালমান রণবীর কাপুর ও সোনম কাপুরের সঙ্গে অভিনয় করেছিলেন। এই ছবিটিতে আলিয়া ভট্ট ছাড়াও আর একজন অভিনেত্রীকে নেয়া হবে কিন্তু সেটি কে এখন তা ঠিক করা হয়নি।এই ছবিটিতে নিয়ে দর্শকদের মনে প্রবল উৎসাহ জন্মেছে। ‘হাম দিল দে চুকে সনম’ ছবিটি ব্লকবাস্টার হয়েছিল। তাই এই ছবিটিও যে ব্লকবাস্টার হবে তা বলার অপেক্ষা রাখে না।
Subscribe
Login
0 Comments