অর্পিতা চট্টোপাধ্যায় অভিনীত এবং নবাগত পরিচালক অর্জুন দত্ত পরিচালিত ‘অব্যক্ত’ ছবিটি দেশে এবং বিদেশে সমালোচক সাধারণ মানুষের মন দারুন ভাবে জয় করেছে। এই ছবিটির জন্য পরিচালক অর্জুন দত্ত ৪৯তম ‘ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে’পুরস্কার পান। এই ছবিটি হায়দ্রাবাদ চলচ্চিত্র উৎসব চলচ্চিত্র উৎসব ও বহু চলচ্চিত্র উৎসবে নিজের জায়গা করে নিয়েছে এবং বহু পুরস্কার জয় করেছে। এবার ইন্দো জার্মান চলচ্চিত্র সপ্তাহ এবং চলচ্চিত্র উৎসবে এই ছবিটি আঞ্চলিক ছবির বিভাগে সেরা ছবি বলে বিবেচিত হয়। এই ছবিটিতে পরিচালক অর্জুন দত্ত নবাগত হলেও অসাধারণ দক্ষতা দেখিয়েছেন আর অর্পিতা চট্টোপাধ্যায় এবং আদিল হোসেন এর অভিনয় প্রত্যেকটি দর্শককে মুগ্ধ করেছে। ‘অব্যক্ত’ ছবিটির গোটা টিম কে আমাদের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
Subscribe
Login
0 Comments