পরিচালক জয় কৃষ্ণ তার পরবর্তী ছবি এ জেড আর শুটিং করছেন মরিশাসে। এই ছবিটির নায়ক ইমরান হাশমি। এই ছবিটি প্রযোজনা করেছেন ভূষণ কুমার, কুমার মঙ্গত পাঠক, অভিষেক পাঠক এবং কৃষ্ণ কুমার। এই ছবিটি পরিচালক জয় কৃষ্ণ মালায়ালাম ছবি এজরার হিন্দি রিমিক। এই ছবিটি একটি সুপারন্যাচারাল থ্রিলার। বলিউড ট্রেড এক্সপার্ট তরণ আদর্শ একটি টুইট করে এই ছবিটির প্রথম দিনের শুটিংয়ের কথা বলেন।
Subscribe
Login
0 Comments