ইন্দ্রাশিষ আচার্য যার ‘বিল্লু রাক্ষস’ এবং ‘পিউপা’ ছবি দর্শক এবং সমালোচকদের কাছে প্রশংসা পেয়েছিল, একটি নতুন ছবি পরিচালনা করছেন। ইন্দ্রাশিষ আচার্য এর পরবর্তী ছবির নাম ‘পার্সেল’। এই ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্ত এবং শ্বাশত চট্টোপাধ্যায় কে। এই ছবির অন্যান্য চরিত্রে অনিন্দ্য চট্টোপাধ্যায়, শ্রীলা মজুমদার, অম্বরিশ ভট্টাচার্য্য অভিনয় করবেন। এই ছবিটি একটি সাইকোলজিকাল থ্রিলার হতে চলেছে। ঋতুপর্ণার চরিত্রের কাছে একটি পার্সেল আসে এবং সেই পার্সেল থেকে কিভাবে ঋতুপর্ণার জীবনের নানা অদ্ভুত মনস্তাত্ত্বিক ও কাল্পনিক ঘটনা ঘটে তাই এই ছবিটির মূল গল্প।
Subscribe
Login
0 Comments