পরিচালক গ্লমডিন লেভিন পরিচালিত অ্যান্ড্রু লিংকন ও নাওমি ওয়াটস অভিনীত পরবর্তী ছবির নাম ‘পেঙ্গুইন ব্লুম’। ব্র্যাডলি ট্রেভর গ্ৰিভ ক্যামেরুন ব্লুমস এর বেস্ট সেলার বই পেঙ্গুইন ব্লুম থেকে এই ছবিটির গল্প নেয়া হয়েছে। এই ছবিটির চিত্রনাট্য লিখেছেন অস্ট্রেলিয়ার লেখক শ্যন গ্রান্ট। এই ছবিটিতে লিনকন ক্যামেরণ ব্লুমের চরিত্রে অভিনয় করেছেন এবং নাওমি ওয়াট স্যাম ব্লুমের চরিত্রে অভিনয় করেছেন যে ক্যামেরণ ব্লুমের স্ত্রী। একটি ছোট্ট পাখি কিভাবে এসে একটি পরিবার কে বাঁচায় সেটি এই গল্পের বিষয়। ঘটার পর ওই পরিবারটির মা প্যারালাইজড হয়। একটি আহত ম্যাকপাই পাখি এসে একি ভাবে তাদের জীবনটা বদলে দেয় তাই এই ছবিটির সেরা টার্নিং পয়েন্ট।
Subscribe
Login
0 Comments