সাম্প্রতিক একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দেন গোবিন্দা। সেখানে তিনি জানান তিনি ‘তাল’, ‘গাদার’, ‘দেবদাস’, প্রকৃতির ছবি প্রথম অফার পেয়েও তিনি ছেড়ে দিয়েছিলেন। তিনি এও জানান বিখ্যাত হলিউড পরিচালক জেমস ক্যামেরনের অবতার ছবিতে তাকে একটি অভিনয় এর অফার দেওয়া হয় কিন্তু তিনি সেটা করেননি। নিউ জানান তিনি জেমস ক্যামেরন কে এই অবতার নামটি সাজেস্ট করেছিলেন। এই কথাটি শোনার পর থেকে নেটিজেনরা গোবিন্দা কে নিয়ে ট্রল করতে থাকে। গোবিন্দার এ কথার আগে কোন বাস্তব ভিত্তি আছে বলে বলিউড মহলে গুঞ্জন চলছে। এই সাক্ষাৎকারে তিনি এও জানান তিনি ডেভিড ধাওয়ানের সঙ্গে আর কোনো ছবি আর করবেন না। নিউ জানান তিনি টিভিতে জামান এর সঙ্গে ১৭ টি ছবিতে অভিনয় করেছেন যে তার ছেলে বড় ধরনের পক্ষেও সম্ভব নয় একসাথে এতগুলো ছবি করা। একটি বিশেষ ঘটনার জন্য তিনি ডেভিড ধাওয়ানের উপরে খুব রেগে আছেন এবং সঙ্গে দুঃখ পেয়েছেন তারপর থেকে তো নিয়ে সিদ্ধান্ত নেন।
Subscribe
Login
0 Comments