‘ওহ বেবির’অসাধারণ সফলতার পর সামান্থা রুথ প্রভু আক্কিনেনি তার পারিশ্রমিক বাড়িয়েছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। তার ওহ বেবি ছবিটি ব্লকবাস্টার বলে বিবেচিত হয়। ছবিটি ৫০ কোটিরও বেশি টাকা আয় করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এই ছবিটি এক মিলিয়নেরও বেশি ডলার রোজগার করেছে। ছবিটি দেশে এবং বিদেশে সব জায়গায় প্রশংসিত হয়েছে। সামান্তা পরপর চারটি ছবি অসাধারণ সফল হয়েছে। ‘ইউ টার্ন’,’সুপার ডিলাক্স’,’ মাজিলি’ এবং ‘ওহ বেবি’ ছবি খুব ভালো ব্যবসা করে। এখন সামান্তা প্রতিটি ছবির জন্য দুই টাকা পাচ্ছেন এবং তিনি তার পারিশ্রমিক আরো এক কোটি বাড়িয়ে মোট তিন কোটি করেছেন। পারিশ্রমিকের দিক থেকে দক্ষিণ ইন্ডাস্ট্রিতে অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান অভিনেত্রী নয়নতারা। তার পারিশ্রমিক প্রতি ছবি পিছু পাঁচ কোটি টাকা। সামান্তা বর্তমানে’৯৬’ছবিটির শুটিং শুরু করেছেন।
Subscribe
Login
0 Comments