অগ্নিপথ খ্যাত পরিচালক করণ মলহোত্রার পরবর্তী ছবি ‘শামশেরা’। এই শামশেরা ছবির জন্য প্রস্তুতি নিতে দেখা গেল রণবীর এবং বাণী কাপুর কে। রণবীর কাপুর নিজে তার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে একটি টুইট করে এবং একটি ছবি পোস্ট করে কথা জানান। এই ছবিটিতে রণবীরকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। এই ছবিতে রণবীর ডাকাতের ভূমিকায় অভিনয় করবেন। বাণী কাপুর কে এই ছবিটিতে অভিনয় করার জন্য কথ্ক নাচ শিখতে হবে। এই ছবিটিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন সঞ্জয় দত্ত। এই ছবিটি ২০২০ সালে মুক্তি পাবে।
Subscribe
Login
0 Comments