অর্জুন জান দ্বারা পরিচালিত এবং কার্তিক গুমা কোন্ডা অভিনীত ‘গুনা থ্রি সিক্সটি নাইন’ ছবিটি আগামী ২রা আগস্ট মুক্তি পাবে। এই ছবিটিতে কার্তিকের বিপরীতে অভিনয় করেছেন অনাগা। বিডি সঙ্গীত পরিচালনা করেছেন চৈতন ভারদ্ধাজ। এই ছবিটির প্রযোজনা করেছেন অনিল কাদিল্য এবং তিরুমল রেড্ডি(স্পৃন্ট ফিল্মস এবং গান পিকা এন্টারটেইনমেন্ট)। ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে তুমুল কৌতূহল ছিল। এবং এই ছবির ট্রেলার ও গান খুবই জনপ্রিয় হয়।
Subscribe
Login
0 Comments