মুসাফির’ খ্যাত নায়িকা কোয়েনা মিত্র কে আদালত চেক বাউন্স ইস্যুতে ৬ মাসের কারাদণ্ড দণ্ডিত করল। রিপোর্ট অনুযায়ী কই না পুনম শেট্টি নামে এক মডেলের কাছ থেকে ২২লক্ষ টাকা ধার নেন। কিন্তু তার বাকি ৪.৬৪ লক্ষ্য টাকা আসল এবং ১.৬৪ লক্ষ টাকা সুদ মিলিয়ে মোট ছয় লক্ষ টাকা তাকে ফেরত দিতে হবে। পুনমের অভিযোগ কোয়েনা একটি তিন লক্ষ টাকার চেক দেন যেটি বাউন্স করে। এরপর পুনম থানায় অভিযোগ জানায়। আজ আদালতে কোয়েনা বলেন যে তিনি পুনমের কাছে কোন টাকা ধার নেন নি এবং তার চেয়ে হারিয়ে যাওয়ায় তার চেক নিয়ে কারসাজি করে তাকে বিপদে ফেলা হচ্ছে। তখন ম্যাজিস্ট্রেটকে তনি চাভান বলেন তার চেক যদি কেউ চুরি করে নেয় তিনি কেন পুলিশে কমপ্লেন করেননি এবং ব্যাংকে চেকে স্টপ পেমেন্ট করেননি তিনি তোতা খুব সহজে করাতে পারতেন। কোয়েনার এই ভিত্তিহীন অভিযোগ কোর্ট খারিজ করে এবং তাকে ছয় মাসের জন্য জেল হেফাজতের নির্দেশ দেয়। কোয়েনা হাইকোর্টে আপিল করার জন্য তার উকিলের সাথে কথা বলছেন।
Subscribe
Login
0 Comments