ইতালিয়ান পরিচালক পাওলো সরেন্টিনো পরবর্তী ছবি ‘মব গার্ল’এ অভিনয় করবেন জেনিফার লরেন্স। এই ছবিটি পুলিৎজার বিজয়ী সাংবাদিক তেরেসা কার্পেন্টারের ননফিকশন ক্রাইম ড্রামা থেকে নেওয়া হয়েছে। এই ছবিটির চিত্রনাট্য লিখেছেন এঞ্জেলিনা বার্নেট। এই ছবিটির প্রযোজনা করেছেন জেনিফার লরেন্স, জাস্টিন পলস্কি, সোরেন্টিনো, লোরেঞ্জো মেইলি। এই ছবিটিতে জেনিফার একজন এমন একজন মহিলার চরিত্রে অভিনয় করেছেন যে ছোটবেলা থেকে ডাকাতের মাঝখানে নিউইয়র্ক শহরে বেড়ে ওঠে এবং পরবর্তীকালে সে একজন ডাকাতের গার্লফ্রেন্ড হয়ে নিজেই বিভিন্ন ডাকাতিতে যোগদান করে। কিন্তু পরে সে পুলিশের ইনফর্মার হয়ে কি ভাবে কলম্বো ক্রাইম ফ্যামিলির বড় সাক্ষী হয়ে এটিই এই ছবির মূল বিষয়।
Subscribe
Login
0 Comments