নবাগত পরিচালক পুনিত খান্নার পরিচালিত ছবি ‘গিনি ওয়েডস সানি’ ছবিটিতে অভিনয় করবেন ইয়ামি গৌতম এবং বিক্রান্ত মাসাই। এই ছবিটিতে তাদের সঙ্গে সুমিত আরোরা অভিনয় করবেন। এই ছবিটির প্রযোজক বিনোদ বচ্চন। ছবিটির শুটিং হবে দিল্লি, নয়ডা, গাজিয়াবাদ মানালি তে। ৫০ চার দিন ধরে এই সমস্ত জায়গায় এই ছবিটির শুটিং হবে। এই ছবিটি মূলত একটি রোমান্টিক কমেডি ছবি।
Subscribe
Login
0 Comments