গুঞ্জন শোনা যাচ্ছে ইন্ডিয়ান আইডল প্রতিযোগী এবং ‘জো জিতা ওহি সুপারস্টার’ রিয়েলিটি শো এর বিজেতা রাহুল বৈদ্য ডেট করছেন ‘প্যায়ার কাছে দর্দ’ খ্যাত অভিনেত্রী দিশা পারমার। গুঞ্জন শোনা যাচ্ছিল ২০১৭ শেষ থেকে রাহুল গায়িকা আলকা ইয়াগ্নিক এর মেয়ে শেয়শা কাপুর কে ডেট করছিলেন। কিন্তু দুজনেই এই সম্পর্কের কথা অস্বীকার করেন এবং শেষ পর্যন্ত ১২ ই ডিসেম্বর ২০১৮ সালে শেয়শা অমিত দেশাইকে বিয়ে করেন। এরপর রাহুল বৈদ্যর মিউজিক্যাল ভিডিও ইয়াদ তেরি সময় দিশার কাছাকাছি আছেন রাহুল। তাদেরকে মাঝেমধ্যেই একসাথে সময় কাটাতে দেখা যায় বিভিন্ন হোটেল রেস্তোরায়।
Subscribe
Login
0 Comments