সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে পরিচালক পুরী জগন্নাথ জানান তিনি কেজিএফ খ্যাত স্টার যশ এর সঙ্গে তার জনো গন মন ছবিটি করার কথা ভাবছেন। কিন্তু বছরখানেক পূর্বে মহেশ বাবু একদিন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে জানিয়েছিলেন জনো গনো মনো ছবিতে তিনি অভিনয় করবেন এবং পরিচালনা করবেন পুরী জগন্নাথ। কিন্তু কি কারনে পুরী জগন্নাথ মহেশ বাবুর বদলে যশ কে নিয়ে ছবিটি বানাতে চাইছেন তা নিয়ে পুরী জগন্নাথ স্পষ্ট কিছু বলেননি। মহেশ বাবু জনগণমন ছবিটিতে অভিনয় করবেন না তা জানতে পেরে মহেশ বাবুর ভক্ত রা সোশ্যাল মিডিয়ায় পুরী জগন্নাথের ওপর ক্ষোভে ফেটে পড়ে।
Subscribe
Login
0 Comments