গুঞ্জন সাক্সেনার বায়োপিক যার আপাতত নাম রাখা হয়েছে ‘কারগিল গার্ল’ এই ছবিতে অভিনয় করবেন অঙ্গদ বেদি এবং জাহ্নবী কাপুর। এই ছবিতে অঙ্গদ বেদী এবং জাহ্নবী কাপুর ভাই বোনের চরিত্রে অভিনয় করবেন। এই ছবিতে জান নবী চরিত্রটির নাম গুঞ্জন যে কমব্যাট পাইলট হিসেবে বিভিন্ন মারাত্মক ভয়ঙ্কর মিশনে যায়। ১৯৯৯ সালের ভারত পাকিস্তানের যুদ্ধের প্রেক্ষাপট এই ছবিটির গল্প। এই ছবিটিতে অঙ্গদ এবং জাহ্নবীর বাবার চরিত্রে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী। ছবিটি কয়েকটি দৃশ্যের শ্যুট লখনৌতে হয়ে গেছে।এরপর ছবিটির শুটিং হবে জর্জিয়ায়।এই ছবিটির পরিচালনা করেছেন শরণ শর্মা।
Subscribe
Login
0 Comments