পরিচালক সুজিত সরকারের আগামী ছবিগুলোতে অভিনয় করছেন অমিতাভ বচ্চন আয়ুষ্মান খুরানা। এই ছবিটিতে অমিতাভ বচ্চন তার শুটিং শিডিউল শেষ করলেন। শুটিং শিডিউল শেষ দিনে তিনি এই ছবিটির কলাকুশলীদের সঙ্গে অনেকক্ষণ সময় কাটান তাদের সঙ্গে ছবি তোলেন এবং অনেকক্ষণ ধরে গল্প করেন। তার সঙ্গে থাকতে পেরে এবং তার এই ভালবাসার ছোঁয়ায় সকল কলাকুশলী খুবই আপ্লুত হয়। এই ছবিটির জন্য এক অন্য ধরনের লুকে অমিতাভ বচ্চনকে দেখা যাবে। এই ছবিটির গল্প উত্তরপ্রদেশের লোকাচার বিদ্যা উপর ভিত্তি করে লেখা হয়েছে। এই ছবিটির চিত্রনাট্য লিখেছেন জুহি চতুর্বেদী। ছবিটির প্রযোজনা করেছেন রনি লাহিড়ি, শীল কুমার। ছবিটির সংগীত পরিচালনা করেছেন শান্তনু মৈত্র। এই ছবিটি ২৪ এপ্রিল ২০২০ সালে মুক্তি পাবে।
Subscribe
Login
0 Comments