বিহারের বিখ্যাত গণিতজ্ঞ আনন্দ কুমার তার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ছবি পোস্ট করে জানান যে জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল এস.পি. মালিক সুপার থার্টি ছবিটিকে জম্মু ও কাশ্মীরে ট্যাক্স ফ্রি ঘোষণা করেছে। এই ছবিটি বিহারের গণিতজ্ঞ আনন্দ কুমারের বায়োপিক। জম্মু-কাশ্মীর রাজ্যপাল এও জানান যাতে বেশী বেশী ছাত্ররা এই ছবিটি দেখতে পারে তার ব্যবস্থা তিনি করবেন এবং এই ছবিটির মাধ্যমে এই বার্তা ছড়াবেন যে শিক্ষাই হচ্ছে সমস্ত সমস্যা সমাধানের একমাত্র উপায়।গণিতজ্ঞ আনন্দ কুমারের বায়োপিক সুপার থার্টি ছবিটিতে অভিনয় করেছেন হৃত্বিক রোশন। এই ছবিটিকে গতকাল মহারাষ্ট্র রাজ্য সরকার ট্যাক্স ফ্রি ঘোষণা করেছে এবং এর পূর্বে বিহার, উত্তর প্রদেশ, রাজস্থান, গুজরাট, দিল্লি রাজ্য সরকার এই ছবিটিকে ট্যাক্স ফ্রি ঘোষণা করেছে। মঙ্গলবার পর্যন্ত এই ছবিটি ভারতের বক্স অফিসে ১২৮.৬৭ কোটি টাকার ব্যবসা করেছে। ব্যবসার নিরিখেও এই ছবিটি হিট বলে প্রমাণিত হয়েছে। এই ছবিটিতে সমালোচকরা ও ঋত্বিকের অভিনয়ের খুবই প্রশংসা করেছেন।
Subscribe
Login
0 Comments