জেনিফার লোপেজ পরিচালিত এবং অভিনীত আগামী ছবি ‘দ্য গডমাদার’। এই ছবিতে জেনিফার একজন কুখ্যাত কলম্বিয়ান ড্রাগ মাফিয়ার ভূমিকায় অভিনয় করবেন যাকে এই চোরাকারবারীরা গড মাদার নামে চেনে। তিনি কিভাবে ছোট থেকে বড় হয়ে সকলকে সরিয়ে ড্রাগ মাফিয়া হলেন তা এই ছবিটির মাধ্যমে জানা যাবে। এই ছবিটির চিত্রনাট্য লিখেছেন রেজিনা কোরাড্ডো, টেরেন্স উইন্টার। এই ছবিটিতে জেনিফারের সঙ্গে প্রযোজনা করেছেন এলাইন গোল্ড স্মিথ থমাস, বেনি মেডিনা, জুলি ইয়র্ন।
Subscribe
Login
0 Comments