গুঞ্জন শোনা যাচ্ছে পরিচালক ববি খানের ছবি ‘কাথা’য় লাভ ইয়াত্রি খ্যাত অভিনেতা আয়ুশ শর্মার বিপরীতে দেখা যেতে পারে জ্যাকলিন ফার্নান্ডেজ কে। পরিচালক জ্যাকলিন কে স্ক্রিপ্টটি শুনিয়েছেন এবং জ্যাকলিনের স্ক্রিপ্টটি ভালো লেগেছে শুনে কিন্তু জ্যাকলিন এখনো তার সম্মতি জানান নি। এই ছবিতে একটি বিশেষ চরিত্রে সঞ্জয় দত্তের অভিনয় করার কথা আছে। আয়ুষ শর্মা এই ছবিতে একজন আর্মি অফিসারের ভূমিকায় অভিনয় করবেন। এই ছবিটিতে কি ভাবে গ্যাংস্টার রাজত্ব শুরু হয় এবং সেই সময়কার রাজনৈতিক পরিস্থিতি কি রকম ছিল তা এই ছবিটির মাধ্যমে জানা যাবে।
Subscribe
Login
0 Comments