জ্যোতিকা ও রেবতী অভিনীত জ্যাকপট’ ছবিটি ২রা আগস্ট মুক্তি পাবে। এই ছবিটিতে জ্যোতিকা একজন পুলিশ অফিসারের চরিত্রে এবং রিভাথি একজন চিকিৎসকের চরিত্রে অভিনয় করেছেন। এই ছবিটিতে অন্যান্য ভূমিকায় সামু থিরাকানি ,আনন্দ রাজ, রাজেন্দ্রন, মনসুর আলী খান অভিনয় করেছেন। এই ছবিটির সংগীত পরিচালক বিশাল চন্দ্রশেখর। এই ছবিটি পরিচালনা করেছেন কল্যান। ছবিটির প্রযোজনা করেছেন বিখ্যাত সুপারস্টার সুরিয়ার ‘টুডি এন্টারটেনমেন্ট’। ছবিটি একটি রোমান্টিক অ্যাকশন থ্রিলার।
Subscribe
Login
0 Comments