বিজয় দেবরকোন্ডা অভিনীত ছবি ডিয়ার কমরেডের হিন্দি সত্ত কিনেছেন ‘ধর্মা প্রোডাকশন’ এর কর্ণধার করণ জোহর। এই ছবিটির হিন্দি রিমেকে ঈশান খট্টর এবং জাহ্নবী কাপুর কে অভিনয় করতে দেখা যেতে পারে। শশাঙ্ক খৈতানের পরিচালনায় এবং করন জোহরের প্রযোজনায় মারাঠি ছবি সাইরাত এর হিন্দি রিমেক ধড়ক এর মাধ্যমে বলিউডে ঈশান খট্টর এবং জাহ্নবী কাপুর ডেবিউ করেন এবং ছবিটি সাফল্য পায়। দর্শকদের মনে ঈশান জাহ্নবী জুটি বিশেষ জায়গা করে নেয়। দর্শকরা এই জুটিকে আবার সিলভার স্ক্রিনে দেখতে মুখিয়ে রয়েছেন। দেখা যাক ডিয়ার কমরেডের হিন্দি রিমেকে এই জুটিকে আবার সিলভার স্ক্রিনে দেখা যায় কিনা।
Subscribe
Login
0 Comments