‘মাসান’ এবং ‘উরি: দ্যা সার্জিক্যাল স্ট্রাইক’ ‘মনমর্জিয়া’ খ্যাত অভিনেতা ভিকি কৌশল ফারহান সানজি পরিচালিত ‘ল্যান্ড অফ লুঙ্গি’ থেকে সরে দাঁড়ালেন ডেট ইস্যুর জন্য। এর আগে এই ছবিটির জন্য অক্ষয় কুমারকে অফার করা হয়েছিল কিন্তু অক্ষয় কুমার ছবিটি থেকে সরে যান এবং ভিকি কৌশল এর নাম সাজেস্ট করেন। ডেড ইস্যু থাকার জন্য যেহেতু ভিকি কৌশল এই ছবিটি করতে পারছেন না তাই পরিচালককে এই ছবিটির জন্য আবার অন্য একজন নতুন অভিনেতার খোঁজ করতে হবে। ভিকি কৌশল এখন করণ জোহরের তখ্ত, ভানু প্রতাপ সিংহের হরর মুভি ‘ভুতের’ শুটিং করছেন। এছাড়াও তার হাতে মেঘনা গুলজার এর পরবর্তী ছবি করার কথা আছে এবং উধম সিংয়ের বায়োপিকে ও তাকে দেখা যেতে পারে।
Subscribe
Login
0 Comments