‘রঙ্গুলা রত্নম’ ‘মা অবায়ি’ খ্যাত অভিনেত্রী চিত্রা শুক্লা কে শশী কুমারের বিপরীতে অ্যাকশন থ্রিলার ছবি ‘নানা’ তে অভিনয় করতে দেখা যাবে। এই ছবিতে শরথকুমার ও অভিনয় করবেন। ছবিটি পরিচালনা করবেন এনভি নির্মল কুমার। এই ছবিটির গল্প চেন্নাই ও মুম্বাই দুই শহর জুড়ে রয়েছে। ছবিটিতে চিত্রা একজন ড্যান্সারের চরিত্রে অভিনয় করবেন। শশী কুমার কে এই ছবিতে প্রচুর অ্যাকশন করতে দেখা যাবে। শশী কুমারের এই ছবিতে নাম না নারায়ানান তাই সবাই তাকে নানা বলে ডাকে। চরিত্রটির নাম অনুযায়ী এই ছবিটির নাম হয় নানা। এই ছবিতে শরথকুমারকে একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে।
Subscribe
Login
0 Comments