এম শশী কুমার অভিনীত এবং সুসেনথিরান পরিচালিত ছবিটি মুক্তি পাবে ১৫ ই আগস্ট। এই ছবিটিতে শশী কুমারের সঙ্গে অভিনয় করেছেন ভারতী রাজ, সামুথিরাকানি,সুরি। এই ছবিটিতে শশী কুমার একজন কবাডি কোচের ভূমিকায় অভিনয় করছেন। এই ছবিটিতে মহিলা কবাডি খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করছেন মীনাক্ষী নিতু গায়ত্রী স্মৃতি সৌন্দরীয়া, সৌমা। এই ছবিটির শুটিং সালেম, এরোদ, মাদুরাই, কন্যাকুমারী, কোয়েম্বাটুর, মুম্বাই ও আমেদাবাদে হয়েছে।
Subscribe
Login
0 Comments