বিখ্যাত পরিচালক অ্যাটলির পরিচালনায় তামিল সুপারস্টার বিজয় তার আগামী ছবি ‘বিজিল’এর বাকি অংশের শুটিং দিল্লিতে শুরু করলেন। এই ছবিটির কিছু শুটিং চেন্নাইয়ের কলেজ ক্যাম্পাসে ইতিমধ্যে হয়ে গেছে। একজন মহিলা ফুটবল টিমের কোচের ভূমিকায় অভিনয় করবেন। তার সঙ্গে নায়িকা হিসেবে দেখা যাবে নয়ন তারা কে। অন্যান্য চরিত্রে জ্যাকি শ্রফ, যোগী বাবু,আনন্দ রাজ,ড্যানিয়ালবালাজি কে দেখা যাবে। ছবিতে মহিলা ফুটবলারের চরিত্রে ইন্দুজার রবীচন্দ্রন, বর্ষা বোলাম্মা, রেবা মনিকা জনকে দেখা যাবে। সংগীত পরিচালনা করেছেন বিখ্যাত সঙ্গীত পরিচালক এ আর রহমান। এই ছবিটি এই বছর দীপাবলিতে মুক্তি পাবে
Subscribe
Login
0 Comments