অরিন্দম শীল পরিচালিত বিখ্যাত সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্যের ‘তিতিন মাসি সমগ্র’ থেকে নেওয়া গল্প অবলম্বনে ‘তিতিন মাসি’ ছবিটিতে অভিনয় করছেন কোয়েল মল্লিক একজন গোয়েন্দার চরিত্রে। এই ছবিটিতে বিনয় পাঠক একজন ধনী ব্যবসায়ী চরিত্রে অভিনয় করছেন, তার সহকারী হিসেবে অরুণিমা ঘোষের অভিনয় করার কথা ছিল। অরুণিমা ঘোষ এই ছবিটি থেকে সরে দাঁড়ানোয় কোয়েল দাস তার জায়গায় বিনয় পাঠকের সহকারি হিসেবে অভিনয় করবেন। এই ছবিটিতে কোয়েল মল্লিক কে প্রথম গোয়েন্দার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ছবিটি এ বছর দুর্গাপূজায় মুক্তি পাবে।
Subscribe
Login
0 Comments