তুফান ছবিতে ফারহান এর বক্সিং কোচের ভূমিকায় অভিনয় করবেন পরেশ রাওয়াল। এই ছবিটি পরিচালনা করবেন ভাগ মিলখা ভাগ খ্যাত পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরা। এই ছবিটিতে ফারহান একজন বক্সারের চরিত্রে অভিনয় করবেন। চরিত্রটির সঙ্গে বাস্তবতা ফুটিয়ে তুলতে ফারহান কিক বক্সিং চ্যাম্পিয়ন ড্রিউ নীলের কাছে প্রশিক্ষণ নিচ্ছেন। এই ছবিটিতে ফারহান আসল বক্সারদের সঙ্গে বক্সিং রিংয়ে বক্সিং করবেন। এই ছবিটির জন্য শারীরিকভাবে প্রচুর পরিশ্রম করছেন ফারহান। ভাগ মিলখা ভাগ ছবিটির জন্য ফারহান এবং পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরা প্রচুর পুরস্কার জিতেছিলেন তাই এই জুটি পুনরায় যখন ফিরে আসছেন তখন পুনরায় এই ধরনের সাফল্য পাওয়ার চেষ্টাই করছেন তারা। এই ছবিটির প্রযোজনা করছেন ফারহান আক্তার নিজে এবং রিতেশ সিদওয়ানি। এই ছবিটির শুটিং আগস্ট মাসের শেষ দিক থেকে শুরু হয়ে যাবে। ছবিটি ২০২০ সালের শেষের দিকে মুক্তি পাবে।
Subscribe
Login
0 Comments