করণ জোহর তার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে একটি ছবি শেয়ার করে জানান যে তিনি তেলেগু ছবি ডিয়ার কমরেড এর হিন্দি রিমেক স্বত্ত্ব কিনেছেন। এই তেলেগু ছবিটিতে অভিনয় করেছেন বিজয় দিবেরাকোন্দা। গুঞ্জন শোনা যাচ্ছে এই ছবিটির জন্য করণ 6 কোটি টাকা ব্যয় করেছেন। এই ছবিটির হিন্দি স্বত্ত্ব কেনার জন্য সাজিদ নাদিয়াদওয়ালা এবং ভুষণ কুমার ও খুব আগ্রহী ছিলেন কিন্তু করণ এই মোটা অংকের টাকা দিয়ে এই ছবিটির হিন্দি স্বত্ত্ব কিনে নেন। দক্ষিণ ভারতীয় কোন ছবির স্বত্ত্ব এই প্রথম এত টাকায় বিক্রি হলো।
Subscribe
Login
0 Comments