তেলেগু সুপারস্টার নানি অভিনীত গ্যাং লিডার ছবিটি মুক্তি পাবে ৩০ শে আগস্ট। এই ছবিটিতে নানির সঙ্গে প্রিয়াঙ্কা কার্তিকেয়া গুমাকুন্ডা,শরণ্য পোনভান্নাম,ভেনেল্লা কিশোর, লক্ষী, রঘু বাবু প্রিয়দর্শিনী অনিস কুরুভিল্লখ ,সত্য অভিনয় করেছেন। ছবিটির পরিচালনা করেছেন বিক্রম কে কুমার। এই ছবিটির প্রযোজক মাইথ্রি মুভি মেকারস্। এই ছবিটিতে নানি একজন লেখক এর চরিত্রে অভিনয় করেছেন যার নাম পেন্সিল সে ৫ জন ভিন্ন বয়সের মহিলাকে সঙ্গে নিয়ে একজনের বিরুদ্ধে বদলা নিতে দল গঠন করে। গ্যাং লিডার ছবিটি ৩০ শে আগস্ট মুক্তি পাবে। ছবিটির গান ইতিমধ্যে দর্শকদের মনে দারুণ সাড়া ফেলেছে এবং ছবিটি যে বক্সঅফিসে দারুন ফল করবে তা বলার অপেক্ষা রাখে না।
Subscribe
Login
0 Comments