মার্ভেল স্টুডিওস সম্প্রতি একটি প্রেস কনফারেন্স করে ১২ টি মার্বেল সিরিজের ছবির কথা ঘোষণা করেন। নাটালি পোর্টম্যান থর এর পরবর্তী পার্ট ‘থর :লাভ এন্ড থান্ডার’ এ মহিলা থরের চরিত্রে অভিনয় করবেন। এর পূর্বে ২০১১ সালে ‘থর’, ২০১৩ সালে ‘থর: দ্য ডার্ক ওয়ার্ল্ড’ এবং ২০১৭ সালে ‘থর :রাগনারক’ ছবি মুক্তি পেয়েছিল। থর সিরিজের প্রথম দুটি ছবিতে নাটালি অভিনয় করেছিলেন। ‘থর: লাভ এন্ড থান্ডার’ ৫ই নভেম্বর ২০২১ এ মুক্তি পাবে।
Subscribe
Login
0 Comments