সম্প্রতি মার্ভেল স্টুডিওস থেকে যে ১২ টি ছবির কথা ঘোষণা করা হয় তার মধ্যে একটি ছিল ‘দ্য এটার্নালস্’। এই ছবিটিতে অ্যাঞ্জেলিনা জোলি, রিচার্ড ম্যাডেন, কুমিল নাঞ্জিয়ানি সালমা হায়েক যথাক্রমে থেনা, লিকারিস, কিঙ্গো এবং অ্যাজাকের চরিত্রে অভিনয় করবেন। ছবিটি পরিচালনা করবেন চো লি জাহো্। এটি ৬ নভেম্বর ২০২০ সালে মুক্তি পাবে।
Subscribe
Login
0 Comments