বিখ্যাত পরিচালক সাব্বির খানের পরবর্তী ছবি নিকাম্মা তে ডেবিউ করবেন ভাগ্যশ্রী ছেলে অভিমুন্য দাসানি এবং গায়িকা তথা সোশ্যাল মিডিয়া সেন্সেশন শার্লী শেটিয়া। এই ছবিটি প্রযোজনা করবেন সনি পিকচার্স এবং সাব্বির খান ফিল্মস। ছবিটি এ বছরই মুক্তি পাবে। সাব্বির খান পরিচালিত হিরোপান্তি ছবি দিয়েই একশন স্টার টাইগার শ্রফ এবং কৃতি সানন ডেবিউ করেছিলেন। ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল। দেখা যাক এই নতুন জুটি ও বক্স-অফিসে সাফল্য আনতে পারে কিনা।
Subscribe
Login
0 Comments