বাফটা পুরস্কার বিজয়ী পরিচালক দলের পরবর্তী ছবি ‘দ্য গল্ডফিঞ্চ’। এই ছবিতে অভিনয় করছেন অন্সেল এলগর্ট এবং নিকোলে কিডম্যান। এই ছবিটি ড্রোনা ট্রাট্রের পুলিৎজার পুরস্কার বিজয়ী উপন্যাস’ দ্য গোল্ডফিঞ্চ’ থেকে নেয়া হয়েছে। এনসেল এই ছবিটিতে থেও ডেকারের এর চরিত্রে এবং নিকোলে মিসেস বারবার এ চরিত্রে অভিনয় করেছেন। মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট এ বোমাবাজিতে কি ও তার মাকে হারায় এই বেদনা তার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেয় কিভাবে এসে জীবনে এগিয়ে যায় এটাই গল্পের মূল বিষয়। এই ছবিটি মুক্তি পাবে ২৭শে সেপ্টেম্বর।
Subscribe
Login
0 Comments