অভিনেতা নিভিন পাওলির পরবর্তী ছবির নাম ‘মথোন’। এই ছবিতে অন্যান্য ভূমিকায় শশাঙ্ক অরোরা, সবিতা ধুলিপালা, রোশন ম্যাথিউস, দীলেশ প্রধান, হরিশ খানা, সুজিত শংকর, মেলিসা, রাজু থমাস অভিনয় করেছেন। পরিচালনা করেছেন গীতু মোহন দাস। ছবিটিতে অনুরাগ কাশ্যপ হিন্দি ডায়লগ লিখতে গিতুকে সাহায্য করেছেন। সংগীত পরিচালনা করেছেন সাগর দেসাই।
Subscribe
Login
0 Comments