‘বেবি’, ‘টোটাল ধামাল’ খ্যাত অভিনেত্রী নিহারিকা রাইজাদা একটি মহিলা কেন্দ্রিক ছবি করবেন বলে জানা গেছে। তিনি অক্ষয় কুমার অভিনীত এবং রোহিত শেট্টি পরিচালিত সূর্যবংশী ছবিটিতেও রয়েছেন। শোনা যাচ্ছে এই মহিলা কেন্দ্রিক ছবিটিতে তার সঙ্গে নিলিমা আজিম অভিনয় করবেন। ছবি টির বাকি কাস্ট এখনো ঠিক করা হয়নি।
Subscribe
Login
0 Comments