পঞ্চম জ্যাকি চ্যান আন্তর্জাতিক অ্যাকশন ফিল্ম উইকে আমির খান অভিনীত ‘ঠাগস অফ হিন্দুস্তান’ ও ‘ধুম থ্রি’ ছবি দুটি দেখানো হবে। ২১ থেকে ২৭ শে জুলাই এই আন্তর্জাতিক অ্যাকশন ফিল্ম উইকে এই ছবি দুটি দেখানো হবে। আমির খানের চিনে একটা বিশাল বড় ফ্যান ফলোইং রয়েছে। আমির খানের দাঙ্গাল ছবিটি চীনে মুক্তি পাওয়ার পর দারুণ ব্যবসা করেছিল। চীনে আমির খান খুবই জনপ্রিয় একজন অভিনেতা এবং তাকে বহু মানুষ ভালোবাসে। আমির খানের এই জনপ্রিয়তার কারণে হয়তো তার অভিনীত দুটি ছবি এই আন্তর্জাতিক মঞ্চে দেখানো হবে।
Subscribe
Login
0 Comments