পরিচালক সিদ্ধাট আনন্দের পরবর্তী ছবি ‘ওয়ার’ এ একসাথে দেখা যাবে হৃত্বিক রোশন এবং টাইগার শ্রফ কে। এই ছবিটির টিজার দর্শকদের মধ্যে তুমুল উত্তেজনা সৃষ্টি করেছে। এই ছবিটি একটি হাইডোজ একশন প্যাক ছবি। এই ছবিটির একটি বাইক চেজের দৃশ্যে অভিনয় করার জন্য পর্তুগালের উচ্চতম পর্বত সেরা দ্য এস্ট্রেলার চূড়ায় যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে ১১৯৩ মিটার উচ্চতায় অবস্থিত দৃশ্যটি করতে দেখা গেল টাইগার শ্রফ এবং হৃত্বিক রোশন কে। এই ছবিটিতে চারজন স্টান্ট ডিরেক্টর কাজ করছেন পল জেনিংস্ ,ফ্রানজ স্পিলহাম, সি ইউ হো এবং পারভেজ শেখ। ছবিটি এই বছর ২রা অক্টোবর মুক্তি পাবে।
Subscribe
Login
0 Comments