বিশিষ্ট স্থপতি কার ও শিল্পী রামকিঙ্কর বেইজ কে উৎসর্গ করে একটি ছবি বানাচ্ছেন রসগোল্লা খ্যাত পরিচালক পাভেল। ছবিটির নাম অসুর। এই ছবিটি একটি ডার্ক থ্রিলার হতে চলেছে। ছবিটিতে জিৎ নুসরাত জাহান এবং আবির চ্যাটার্জি কে দেখা যাবে। এই ছবিটিতে জিতের বিপরীতে অভিনয় করবেন নুসরাত জাহান। এই ছবিটিতে জিৎ কে এক অন্য ধরনের লুকে দেখা যাবে যে আগে দেখা যায়নি। এই ছবিটিতে জিৎ অন্য এক ধরনের ডার্ক চরিত্রে অভিনয় করবেন। ছবিটির নাম অসুর তার কারণ এমন এক মানুষ যার অসীম শক্তি বা ক্ষমতা। শিল্পের অসীম ক্ষমতার সঙ্গে সাযুজ্য রেখেই এই ছবিটির নাম রাখা হয়েছে অসুর। ছবিটিতে জিৎ এবং নুসরাত এবং আবির তিনজন কলেজ বন্ধুর চরিত্রে দেখা যাবে। ছবিটিতে প্রত্যেকেই ত্রিশোর্ধ বয়সের চরিত্রে অভিনয় করবেন পরবর্তীতে। এই ছবিটিতে জিতের চরিত্রের নাম কিগান চরিত্রের নাম অদিতি এবং আবিরের চরিত্রের নাম বোধি। ছবিতে জিৎ এবং নুসরাত কলা বিভাগের ছাত্র এবং আবির ইংরেজি সাহিত্যের ছাত্র ভূমিকায় দেখা যাবে। আবির পরবর্তীকালে একজন প্রতিষ্ঠিত শিল্পপতির চরিত্রে অভিনয় করবেন অপরদিকে জিৎ একজন বিখ্যাত স্থপতি শিল্পীর ভূমিকায় অভিনয় করবেন। ছবিটির আর্ট ডিরেকশন করবেন আনন্দ আঢ্য। ছবিটির শুটিং হবে বোলপুর ও কলকাতায় বিভিন্ন জায়গায়। ছবিটি এই বছর দিওয়ালি অথবা ক্রিসমাস এ মুক্তি পাবে।
Subscribe
Login
0 Comments