বলিউডি ছবি ‘পিঙ্ক’জেটিতে অমিতাভ বচ্চন তাপসী পান্নু এবং কীর্তি কুলহারি অভিনয় করেছিলেন সেই ছবিটি এবার দক্ষিণে রিমেক হতে চলেছে। এই ছবিটিতে অমিতাভ বচ্চন এর চরিত্রে অভিনয় করবেন অজিত এবং তাপসী পান্নু চরিত্রে অভিনয় করবেন শ্রদ্ধা শ্রীনাথ এবং কীর্তি কুলার এর চরিত্রে অভিনয় করবেন অভিরামি ভেঙ্কটচালাম। এই ছবিটির পরিচালনা করবেন বিনোদ।
Subscribe
Login
0 Comments