প্রণাম ছবিতে গ্যাংস্টার এর ভূমিকায় দেখা যাবে রাজীভ খান্দেলওয়াল কে। এই ছবিটিতে রাজিব যে চরিত্রটি করতে চলেছেন সেই চরিত্রটি ছোটবেলায় আইএএস অফিসার হতে চলেছিল কিন্তু এমন একটা জীবনের টার্নিং পয়েন্ট আসে যখন সে গ্যাংস্টার হতে বাধ্য হয় কি কারনে সে গ্যাংস্টার হয় সেটি এই ছবিটির গল্প। এই ছবিটিতে সামেক্ষা,অভিমুন্য সিং, বিক্রম গোখলে ,অতুল কুলকার্নি অভিনয় করেছেন। ছবিটি ৯ ই আগস্ট মুক্তি পাবে। এই ছবিটি প্রযোজনা করেছেন রজনীস রামপুরি, অনিল সিংহ এবং নীতিন মিশ্র। ছবিটি পরিচালনা করেছেন সঞ্জীব জায়সওয়াল।
Subscribe
Login
0 Comments