জোহানেস রবার্টস পরিচালিত হলিউড ছবি ‘ফর্টি সেভেন মিটার ডাউন: আনকেজ্ড’ছবিটি পি.ভি.আর সিনেমার মাধ্যমে ভারতে মুক্তি পাবে ৩০ শে আগস্ট। এই ছবির প্রযোজক জেমস হ্যারিস, মার্ক লেন, রবার্ট জোন্স। এই ছবিটির চিত্রনাট্যও লেখেন আর্নেস্ট রিয়েরা, জুলিয়া রবার্টস। এই ছবিতে অভিনয় করেন জন করবেট, নিয়া লং, করিন ফক্স, সফি নিলিসি, সিস্টিন স্টেলন, ব্রিয়ানি তুজু, খাইলেন রাম্বো, ব্রেক ব্যাসিঞ্জার। এই ছবিটির সংগীত পরিচালনা করেছেন মার্ক সিল্ক। এই ছবিটির রিডিং করেছেন মার্টিন ব্রিঙ্কলার।
Subscribe
Login
0 Comments