পরিচালক ফরহাদ সামজির পরবর্তী ছবিতে অভিনয় করবেন অক্ষয় কুমার। এই ছবিতে তাকে রাওডি রাঠোর ধরনের চরিত্রে দেখা যাবে। অক্ষয় কুমারের বর্তমানে ‘মিশন মঙ্গল’ ছবিটি ১৫ ই আগস্ট মুক্তি পাবে এরপর তার হাতে রয়েছে রোহিত শেট্টির ‘সূর্যবংশী’তারপর আছে তার ‘গুড নিউজ’, ‘হাউসফুল ফোর’ এবং রাঘব লরেন্স এর ‘লক্ষী বোম’ ছবি। ফারহাদ সামজির এই ছবিটি প্রযোজনা করবেন সাজিদ নাদিয়াদওয়ালা।
Subscribe
Login
0 Comments