ফিল্ড মার্শাল সাম মানেকশো-র বায়োপিকে অভিনয় করবেন ভিকি কৌশল

ফিল্ড মার্শাল সাম মানেকশো-র বায়োপিকে অভিনয় করবেন ভিকি কৌশল। এই ছবিটির পরিচালনা করবেন মেঘনা গুলজার। ছবিটির প্রয়োজনে করবে রনি স্ক্রুওয়ালা। এই ছবিটির চিত্রনাট্য লিখেছেন ভবানী আইয়ার এবং শান্তনু শ্রীবাস্তব। ১৯৭১ সালে ভারত -পাকিস্তান যুদ্ধের সময় ভারতীয় সেনার ফিল্ডমার্শাল সাম মানেকশো-র মুখোশের প্রধান হিসেবে কিভাবে যুদ্ধে পাকিস্তানকে পরাজিত করেন তা এই ছবিটির মূল গল্প। এই ছবিটি ২০২১ সালে শুরু হবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x