বলিউড অভিনেতা রহিত সরফ যাকে আমরা ‘ডিয়ার জিন্দেগি’ এবং ‘হিচকি ছবিতে অভিনয় করতে দেখেছি তামিল ছবি ‘এঙ্গে আন্ধাবন’র মাধ্যমে তামিল ইন্ডাস্ট্রিতে ডেবিউ করছেন। এই ছবিতে রোহিতের বিপরীতে দেখা যাবে আনন্দী কে। এই ছবিটি পরিচালনা করছেন রাজা শেখর দুরাইসামি। এই ছবিটির শুটিং কুম্বাকনাম, পন্ডিচেরি, চেন্নাই, হায়দ্রাবাদ, দিল্লিতে হবে। এই ছবিতে অন্যান্য চরিত্রে প্রতাপ পোথেন, আজ আজাগাম পেরুমল, ইমাম আনাচি অভিনয় করবেন।
Subscribe
Login
0 Comments